December 22, 2024, 11:09 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ইবি/
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি “মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল”-এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং পড়শি শিশুদের সাথে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনা’ কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
বেলা ১১ টায় জাতির পিতার প্রতিকৃতি “মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল”-এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, ফোরাম, পরিষদ, ছাত্রলীগ ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে উপাচার্যের বাসভবনে ক্ষুদে পড়শিদের সাথে উপাচার্য ও গুণীজনের সামাজিক মিথস্ক্রিয়া এবং ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনা’র অনুষ্ঠান শুরু হয় বেলা ৩টায়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনের জানা-অজানা বিভিন্ন অধ্যায় তুলে ধরে গল্প করেন বাংলা একাডেমির সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. এম. শাহিনুর রহমান।
উপাচার্য ও গুণীজনদের কাছ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনালেখ্য শোনার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবাসিক পড়শী শিশুবৃন্দ ও তাদের সম্মানিত মায়েরা গল্প শোনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে উপস্থিত শিশুদের মধ্যে পুরস্কার হিসাবে বঙ্গবন্ধুর “কারাগারের রোজনামচা“ বইটি প্রদান করা হয়।
Leave a Reply