October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটে অবস্থিত জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজগর আলীর পরিচালনায় সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, হাজী রবিউল ইসলাম, শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, কুষ্টিয়া সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতেরই কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা তাতীলীগের সদস্যসচিব হাজী হারুন আর রশীদ।
বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে দেশ প্রেমিক প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।
১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন।
Leave a Reply