December 23, 2024, 1:26 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা শহরে বসবাসরত খোকসা উপজেলার ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত খোকসা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন’ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) খোকসা কলেজ অডিটোরিয়ামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্ভোধন করেন কুষ্টিয়া জেলা আওয়ামীীগের সভাপতি ও খোকসা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান।
খোকসার একঝাঁক গুনী মানুষের উপস্থিতিতে এক অনাড়ম্বর পরিবেশে প্রায় ২৫০ জন দুস্থ মানুষের মাঝে কম্বল তুলে দেয়া হয়। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির কোষাধ্যক্ষ অজয় সুরেকা, বিশিষ্ট লেখক, গবেষক, দৈনিক কুষ্টিয়া ও ইংরেজী সাপ্তাহিক দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট সিরাজ প্রামাণিক।
কুষ্টিয়াস্থ খোকসা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি সালাউদ্দিন মাহমুদ বিশ্বাস বাটুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে রাখেন কুষ্টিয়া মুসলিম হাইস্কুলের শিক্ষক মোঃ মাসুদ রানা, মীর মশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাজ উদ্দিন সেখ, কুষ্টিয়া ইসলামীয় কলেজের শিক্ষক হাবিবুর রহমান মিন্টু, বিটু, মুরাদ. সবুর, সোহেল চৌধুরী, মুক্তার হোসেন প্রমুখ।
Leave a Reply