December 22, 2024, 8:26 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিড়ি কারখানায় শ্রমিকদের উপর পুলিশ গুলিবর্ষণ করেছে। এতে ৫ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ বলেছে ১ জন শ্রমিক গুলিতে আহত হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) উপজেলার হোসেনাবাদে আকিজ বিড়ি কারখানায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানায় প্রবেশের নির্দিষ্ট ৭.৩০ মিনিট পেরিয়ে যাবার আধাঘন্টা পর প্রায় ৩০/৪০ শ্রমিক কারাখানা গেটে হাজির হন। কিš‘ সময় পেরিয়ে যাওয়ার কারনে কারখানার নিরাপত্তাকর্মীরা তাদেরকে ভেতরে প্রবেশে বাঁধা দেয়। এতে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কারখানা ম্যানেজার আমিনুল ইসলাম গেঠে এসে শ্রমিকদের থামাতে চেষ্টা করেন। শ্রমিকরা জানান তাদের দুর পদ্মার চর থেকে আসতে হয়েছে। সকালে কুয়াশা থাকার কারনে তাদের বহনকারী স্থানীয়ভাবে নির্মিত নসিমন পরিবহন সঠিক সময়ে পৌঁছাতে ব্যর্থ হয়।
কিন্ত ম্যানেজার তাদেরককে প্রবেশ করতে দিকে রাজি না হলে শ্রমিকরা কারখানা গেটে বিক্ষোভ শুরু করেন। এ সময় ম্যানেজার আমিনুল দৌলতপুর থানায় খবর দেন। বেলা ১০টার দিকে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে জোর করে সরিয়ে দিতে লাঠি র্চাজ করে। শ্রমিকরাও একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পাঁচ শ্রমিক গুলিবিদ্ধ হন। পরে কারখানার সব শ্রমিক কাজ বন্ধ করে হোসেনাবাদ বাজারে কুষ্টিয়া প্রাগপুর সড়কে অবস্থান নেয়। তাদের সঙ্গে উপজেলার ফিলিপনগর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরাও যোগ দেন।
গুলিবিদ্ধ শ্রমিকদের মধ্যে শিপুল ইসলাম নামের একজনকে পাওয়া গেছে। তাকে সহ আহত শ্রমিকদের উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা গ্রেফতার এড়াতে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান পরিস্থিতি এখন শান্ত। একজন শ্রমিকের গুলিবিদ্ধ হবার খবর তিনি নিশ্চি করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা বাড়ি ফিরে গেছেন।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুনের উদ্যোগে সন্ধ্যায় শ্রমিক ও বিড়ি কারখানা কতৃপক্ষের আলোচনা হয়। এতে শ্রমিকরা ৫ দফা দাবি পেশ করে। আগামী ৫ দিনের মধ্যে উক্ত দাবিসমুহ বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে আশ্বাসে শ্রমিকরা রবিবার থেকে কাজে যোগ দেবে।
Leave a Reply