দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ইবি/
স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অনার্স ও মাস্টাসের্র চুড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ^বিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটির পর এ পরীক্ষা শুরু হলো। বিভিন্ন বিভাগ বিভিন্ন তারিখে এ পরীক্ষা গ্রহণ করবে।
আজ (৯ জানুয়ারি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অনার্স ৪র্থ বর্ষ চ‚ড়ান্ত পরীক্ষা ২০১৯ চলাকালে হল পরিদর্শনে যান। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন এবং বিভাগীয় শিক্ষকদের ধন্যবাদ জানান।
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৫-২০১৬ সেসনের ৪র্থ বর্ষ চুড়ান্ত পরীক্ষা ২০১৯ এর ৬টি কোর্সের পরীক্ষা হওয়ার পর বাংলাদেশে কোভিড ১৯ করোনা ভাইরাসের মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষিত হলে অবশিষ্ট ৩টি পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষার্থীদের ভবিষ্যত বিবেচনা করে একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী পুরোপুরি সরকারী স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষাগুলো নেয়া হচ্ছে। পরীক্ষায় ৪২ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি