October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বিকৃত যৌনাচারের শিকার হয়ে নিহত ঢাকার মাস্টারমাইন্ড’র ও লেভেলের শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে কুষ্টিয়ায় আজ (শনিবার) সকালে। কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুরের গোপালপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। গোপালপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৮ জানুয়ারি) রাত ১টার দিকে ওই স্কুলছাত্রীর লাশ ঢাকা থেকে নিজ বাড়িতে আনা হয়। নিকটতম আত্মীয়-স্বজনরা ঐ বাড়িতে আসেন। তারা কান্নায় ভেঙে পড়েন। এখনও বারবার মুর্ছা যাচ্ছেন বাবা আল আমিন আহম্মেদ। পুরো এলাকা জুড়েও শোকের ছায়া।
এদিকে জানাজাতেই মানুষ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাৎক্ষণিকভাবে একটি মানববন্ধন করে এলাকাবাসী। কমলাপুর বাজারে সড়কের দুই পাশে দাঁড়িয়ে শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। সবাই এই হত্যার দ্র“ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে ঘটনার মামলায় ও সুরতহাল রিপোর্টে ওই স্কুলছাত্রীর বয়স দুই বছর বাড়ানো হয়েছে দাবি করে এর প্রতিবাদও জানান মেয়েটির আত্মীয়স্বজন।
Leave a Reply