December 22, 2024, 5:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সপ্তাহের শুরু থেকেই উত্তরাঞ্চল থেকে ফের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়ে ছড়িয়ে যাবে দেশের অন্যত্র। ওই সময় পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে বাড়বে, আবার হঠাৎ কমে গিয়ে আবার বেড়ে যেতে পারে, কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না।’ নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হলে তা তীব্র আকার ধারণ করতে পারে বলে আভাস দেন আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা।
এদিকে দরিদ্রদের দুর্ভোগ ঠেকাতে সারাদেশেই সরকার কম্বল বা শীতবস্ত্র বরাদ্দ করেছে। ইতোপূর্বে শৈত্যপ্রবাহের সময় পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ফের শৈত্যপ্রবাহ শুরু হলে হতদরিদ্র শীতার্ত মানুষকে শীতবস্ত্র সরবরাহে প্রস্তুত বিভিন্ন জেলা প্রশাসন।
দুর্যোগ ব্যবস্থা অধিদফতরের সুত্র জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারাদেশে ২৬ লাখ কম্বল বিতরণ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে আমাদের মাধ্যমে জেলা প্রশাসকদের অনুকূলে ৩০ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
Leave a Reply