December 22, 2024, 5:51 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বঙ্গবন্ধু পরিষদ। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের আমলাপাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। বিতরণ করেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় পরিচালনা পরিষদের সদস্য কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু।
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পদক এবং প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডা.এস এ মালেকের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখা দীর্ঘ প্রায় চার দশক যাবত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে সেলিম রেজা খান ও বঙ্গবন্ধু মহিলা পরিষদ নেত্রী নিলুফার রহমান এ্যানি সহযোগিতায় এবারের বস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply