January 15, 2025, 7:33 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চালকল মালিকদের মুনাফালোভের মাত্রা কমাতে চালের আমদানি শুল্ক কমানোর পর আমদানীর চাল বাজারে না এখনও না পেঁছৈালেও চালের বাজারে কিছুটা প্রভাব পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহতভাবে বাড়তে থাকা চালের দাম শুক্রবার (৮ জানুয়ারি) আর বাড়েনি। বরং সামান্য হলেও কমেছে। ব্যবসায়ীরা বলছেন, শুক্রবার খুচরা ও পাইকারি দুই বাজারেই চিকন ও মাঝারি চালের কেজিতে কমেছে ২ টাকা করে।
কুষ্টিয়ার বড় বাজারের এক চাউল বিক্রেতা মাহবুবর রহমান কবির উদ্দিনের ধারনা একটা প্রভাব পড়েছে বাজারে। গত সপ্তাহের চেয়ে ও মাঝারি চালের কেজিতে ২ টাকা করে কমেছে। প্রতিকেজি সরু চাল ৫৮-৬৪ টাকা দরে বিক্রি করছেন। মাঝারি মানের চাল ৫০-৫৮ টাকা কেজি এবং মোটা চাল বিক্রি করছেন ৪৬-৫০ টাকা কেজি। অর্থাৎ চিকন ও মাঝারি চালের দাম কমলেও মোটা চালের দাম এখনও নাগালের বাইরে রয়েছে।
সরকারি বিপণন সংস্থা টিসিবি’র হিসাবে, গত ৭ জানুয়ারি থেকে সরু ও মাঝারি চালের দাম কমেছে ৪ শতাংশেরও বেশি। যদিও দু’দিন আগেও খুচরা বাজারে চিকন ও মাঝারে চালের কেজি প্রায় ৭০ টাকায় পৌঁছায়।
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সরকার ঘাটতি মেটাতে চালের আমদানি শুল্ক কমিয়েছে।
এদিকে ঢাকাতেও চালের বাজারে স্থিতিশীলতা ফিরছে জানান ব্যবসায়ীরা বাদামতলী ও বাবুবাজার চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন জানিয়েছেন ‘চালের বাজার এখন শান্ত। তিনি উল্লেখ করেন, চালের বাজারে যখন সরবরাহ বাড়ে, তখন আপনা আপনিই দাম কমে আসে। চালের আমদানি শুল্ক কমানোর যে সিদ্ধান্ত হয়েছে, তাতে বাজারে অচিরেই চালের সরবরাহ বেড়ে যাবে। আর চালের সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে।
চালের দাম কমতে শুরু করায় ক্রেতাদের মধ্যেও স্বস্তি আসতে শুরু করেছে।
Leave a Reply