December 22, 2024, 5:05 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় যুবলীগ নেতা রাশেদুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে কয়েক হাজার নারী পুরুষ। বৃহস্পতিবার সকালে তারা মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে।
রাশেদুল ইসলাম কুষ্টিয়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক। সমাবেশে বক্তারা বলেন, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় কুষ্টিয়া সদরের ভবানীপুর বাজার থেকে একটি ইজিবাইকে এসে সাধারণ পোশাকের ৪ জন র্যাব সদস্য রাশেদুল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় রাশেদুল ইসলামের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই মামলায় রাশেদুল বর্তমানে কারাগারে আছেন।
সমাবেশে জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, আওয়ামী লীগ নেতা একরামূল হক বক্তব্য রাখেন। জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম বলেন, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। র্যাবের সোর্স হিসেবে পরিচিত জাহাঙ্গীর কবির লিপটন ও মামুনুর অর রশিদ মামুন এ ষড়যন্ত্রের মূল হোতা। কাঞ্চনপুরে আনিচুর রহমান ঝন্টু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকার নেতৃত্ব দেয়ার লক্ষে প্রতিপক্ষকে ফাসাতে তার আত্মীয় লিপটনকে ব্যবহার করছে। সমাবেশে বক্তারা অবিলম্বে রাশেদুল ইসলামের মুক্তি দাবির পাশাপাশি তাকে ফাঁসানোর হোতাদের গ্রেফতারের দাবি জানান। একই দাবিতে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে।
Leave a Reply