দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কয়া মহাবিদ্যালয়ের সামনে নির্মিত বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু গবেষণা সংসদ। মঙ্গলবার দুপুরে বাঘা যতীনের ভাঙা ভাস্কর্যের সামনেরউক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় অপিল বিভাগের সাবেক বিচারপতি সামছুদ্দিন মানিক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সাচিপের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, ব্য্যারিস্টার তুরিন আফরোজ, কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি মতিয়ার রহমান লাল্টুসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় এ বিশিষ্ট ব্যাক্তিবর্গ হীন কোটারী স্বার্থ চরিতার্থ করতে একদল মানুষের বাঘা যতিনের আবক্ষের উপর আগাতের তীব্র নিন্দা জানান এবং তাদের প্রচলিত অ্াইনে শাস্তির দাবি জানান।
১৭ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান ও তার সহযোগীরা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যের মুখ ও নাকের অংশে ভাংচুর চালায়। পরে কয়া কলেজের অধ্যক্ষ বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন এবং পুলিশ কয়া যুবলীগের সভাপতি আনিসসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি