December 22, 2024, 3:07 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ভেড়ামারা/ নিষেধাজ্ঞা অমান্য করে উচ্চস্বরে গান বাজানোর অপরাধে কুষ্টিয়ার ভেড়ামারায় শরীফুল ইসলাম নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলার ক্ষেমিড়দিয়ারে ভাটাপাড়ার এলাকায় এ অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।
দণ্ডপ্রাপ্ত মো. শরীফুল ইসলাম ভেড়ামারা উপজেলার ক্ষেমিড়দিয়ারে ভাটাপাড়ার এলাকার জামাত আলীর ছেলে।
ইউএনও সোহেল মারুফ জানান, ক্ষেমিড়দিয়ারে ভাটাপাড়ার এলাকায় বাসার লাইন থেকে বিদ্যুৎ দিয়ে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে শব্দ দূষণ করেছিলেন শরীফুল। এতে চরম বিরক্তির মুখে পড়েন স্থানীয়রা। এই অপরাধে শরীফুলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
Leave a Reply