October 30, 2024, 8:01 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় র্যাপিড একশন ব্যাটালিয়ন বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ নিষিদ্ধ ঘোষিত অবৈধ অস্ত্রধারী সংগঠন গণমুক্তি ফৌজের আঞ্চলিক কমান্ডার রাশিদুল ইসলামকে আটক করেছে র্যাব-১২।
রোববার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাশিদুল ওই এলাকার মৃত তোরাব আলীর ছেলে। সে গণমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম মুকুলের সহযোগী বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে রাশিদুল ইসলামকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বন্দুক, একটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রাশিদুলের বিরুদ্ধে দীর্ঘ ২০ বছরে ঐ এলাকায় একাধিক হত্যা, গুম, চাদাবাজি, অপহরণ ও লুণ্ঠনসহ বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনার অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানা, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও ঝিনাইদহের শৈলকুপা থানায় ৫টি হত্যা মামলা ও ১৬টি সাধারণ ডায়েরি রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
তাকে রবিরার রাতেই কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply