December 21, 2024, 10:53 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
অপহরণের ৭ দিন পর চুয়াডাঙ্গার যদুপরে শাকিল আহমেদ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে সদর উপজেলার যদুপুর গ্রামের মোল্লাবাড়ীর আম বাগানের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাকিল আহমেদ একই গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুসের ছেলে। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ওই ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে যদুপুর গ্রামের মোল্লাবাড়ীর আম বাগানের ভিতর কিশোর শাকিলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, শাকিলের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথা, মুখ ও হাতসহ একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ওই ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। প্রেস ব্রিফিং করে ঘটনার বিস্তারিত জানাবেন পুলিশ সুপার।
নিহত শাকিল আহমেদের মা শেফালী খাতুন জানান, দুই ভাই-বোনের মধ্যে শাকিল বড়। সে এলাকায় রাজমিস্ত্রী ও মাছের ব্যবসা করতো। গেল ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বাড়িতে ভাত খাচ্ছিল শাকিল। পরে অজ্ঞাত এক ব্যক্তি তার কাছে ফোন করে। ভাত খাওয়া রেখে বাড়ি থেকে বের হয় সে। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শাকিলের ফোনও বন্ধ পাওয়া যায়। ২১ ডিসেম্বর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার কাছে ফোন করে অপহরণকারীরা। টাকা না দিলে শাকিলকে খুন করার হুমকিও দেয় অপহরণকারীরা। আজ দুপুরে মোল্লাবাড়ীর আম বাগানের ভিতর তার মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন।
Leave a Reply