December 31, 2024, 12:06 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ২৫ ডিসেম্বর সকাল ৭টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। নিহতের নাম এমদাদুল হক। তিনি হরিনারায়ণপুর বাজারের কাঠের ফার্নিচারের ব্যবসায়ী।
ইসলামী বিশ^বিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক বা তার চালককে খুঁজে পাওয়া যায়নি।
হরিনারায়ণপুর বাজারের ব্যবসায়ী তাপস সাহা জানান, এমদাদুলের বাড়ি ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কালিশংকরপুরে। হরিনারায়ণপুর এলাকার জামাই হওয়ায় তিনি হল মোড়ে কাঠের ফার্নিচারে ডিজাইনের ব্যবসা করতেন। সকালে মোটরসাইকেলে কুষ্টিয়া যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।
Leave a Reply