December 21, 2024, 10:32 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পেয়ে ৫ রেস্টুরেন্ট মালিককে ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৫ ডিসেম্বর সকাল থেকে র্যাব ১২ কুষ্টিয়া এ অভিযান পরিচালনা করে। অভিযানে নের্তৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। ভ্রাম্যমাণ আদালত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে কুষ্টিয়া শহরের মৌবন রেস্টুরেন্ট থেকে ১ লক্ষ টাকা, অশোক দধি ভাÐার থেকে ৫০ হাজার টাকা, নান্না বিরিয়ানি হাউজ থেকে ২৫ হাজার টাকা এবং নবাব বিরিয়ানি হাউজ ও হাজী বিরিয়ানি হাউজ থেকে ১০হাজার টাকা করে জরিমানা আদায় করে। র্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার উজ্জামান জানান এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply