December 21, 2024, 10:54 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় ই-ট্রাফিক প্রসিকিউশনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শহরের শহীদ হাসান চত্বরে অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক এখন থেকে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে বিভিন্ন যানবাহন চেকিং করবে পুলিশ। জরিমানার অর্থ মোবাইল ব্যাংকিং ইউক্যাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। উদ্বোধনের সময় দুইটি মোটরসাইকেল চালকের গাড়ির ট্যাক্স টোকেন ও হেলমেট না থাকায় ১৩ হাজার টাকার জরিমানা করে স্লিপ হাতে ধরিয়ে দেয়া হয় পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, কনক কুমার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, ট্রাফিক পরিদর্শক ফকরুল আলম, মেহেদি হাসান, মাহফুজ হোসেনসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
Leave a Reply