December 21, 2024, 10:53 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজুকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
গেল বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ছিলেন। জেলা বিএনপি তাকে মনোনিত করার জন্য প্রস্তাবও করে। কিন্তু বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনিকে। মনোনয়ন না পেয়ে মজিবুল হক মজু স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে মোবাইলফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। তাই দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠতনন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
Leave a Reply