December 21, 2024, 11:14 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেন থেকে পড়ে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গার শাওন নওদা নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গেল বুধবার রাতে ঢাকা জয়দেবপুর ও মির্জাপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন নওদা (২৮) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশন পল্লীর সোওল নওদার ছেলে। সে বড়দিন পালন করার জন্য বন্ধুদের নিয়ে বাড়িতে আসছিল বলে জানিয়েছে তার পরিবার।
শাওনের বন্ধু অবুন কাঠান জানান, গেল বুধবার রাতে বড়দিন উৎসব পালনের জন্য গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় যাচ্ছিলেন শাওনসহ ৬-৭ জন বন্ধু। রাত ৮ টার দিকে জয়দেবপুর স্টেশন থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে ওঠেন তারা। তারা সবাই ট্রেনের ‘চ’ বগিতে ছিলেন। বন্ধুদের সাথে ট্রেনের আসনে বসে আড্ডা দিচ্ছিল শাওন। পরে ট্রেনটি জয়দেবপুর ও মির্জাপুর স্টেশনের মাঝামাঝি এলে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল শাওন। পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে তার বন্ধুরা। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরের স্টেশনে এসে বন্ধুরা নেমে খুঁজতে থাকে শাওনকে। পরে ট্রেনের দরজার পাশে রক্ত দেখে সবাই ধারণা করে ল্যাম্প পোস্টের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে সে। বিষয়টি শাওনের পরিবারের কাছে জানানো হলে আজ বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকে।
অবশেষে সকাল ১০টার দিকে জয়দেবপুর ও মির্জাপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে তার পরিবার।
এ বিষয়ে মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা জানান, শাওনের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। সেখান থেকে তার মরদেহ নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছে তার পরিবার।
Leave a Reply