দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা হিসনা নদীর সেতুর উপর বালি ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেলআরোহী শ্রমিক নিহত হয়েছে। ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. হানিফ (৪০) রিফাইতপুর ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের বজলু মন্ডলের ছেলে। সে বাইজিদ অটো রাইচ মিলের শ্রমিক।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাইসাইকেলে কাজে যাচ্ছিলেন হানিফ। হিসনা নদীর ওপরে সেতুর মাঝবরাবর গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক হানিফের বাইসাইকেলের ওপর তুলে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয়দের প্রতিরোধের মুখে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি