দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর খোকসা-জানিপুরের বাসায় হামলার ঘটনায় গ্রেফতার ৭ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে খোকসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল হোসেন ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামও আছেন।
বিএনপির মেয়রপ্রার্থী নাফিজ আহমেদ খান রাজু জানান, ২২ ডিসেম্বর রাত ১০টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারিকুল ইসলামের ছোট ভাই আতিকুল ইসলামসহ ১৫/২০ জনের একটি দল তার বাড়িতে হামলা চালায়। সেসময় তিনি বাড়িতে ছিলেন না। হামলাকারীরা ভাঙচুর এবং লুটপাট করে। তারা একটি মোটরসাইকেলও নিয়ে যায়। হামলাকারীরা বাড়ির মেয়েদের গায়েও হাত দেয় বলে অভিযোগ করেন রাজু। রাজুর বড় ভাই আনিসুজ্জামান বাদী হয়ে রাতেই খোকসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল আহমেদ খান ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুলসহ ৭ জন এবং অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে মামলা করেন। খোকসা থানায় মামলা নম্বর ১২।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি