কে এম আর শাহীন/
কুমারখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডে আর কোন প্রার্থী না থাকায় কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন। এছাড়া ৬ নং ওয়ার্ডে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও আব্দুল সালাম নামে এক প্রার্থী হলফনামায় স্বাক্ষর না করায় তার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার আবু আনছার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আরও জানান ৫ নং ওয়ার্ডে রবিউল নামে এক প্রার্থীয় মনোনয়নপত্র বাতিল করেছে এবং ২ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন নামে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে হলফনামায় স্বাক্ষর না করার কারণে। কুমারখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা এবং যাচাই-বাছাই করে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মোঃ সামসুজ্জামান অরুন ও বিএনপি প্রার্থী আনিছুর রহমান লালু বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও বাকি ৮টি ওয়ার্ডে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে কুমারখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি