জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় চোরাচালানের সময় অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি (১২০ ভরি)ওজনের ১৪টি সোনার বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটকৃত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৩২)। সে নওগা সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফয়েজ মল্লিকের ছেলে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক খালেকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার ছোটবলদিয়া গ্রামের পাঁচকবর নামক স্থানে অভিযান চালান ৬ বিজিবির বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর আলম ।সেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ৪০০ গ্রাম (১২০ ভরি)ওজনের বিভিন্ন আকারের ১৪টি সোনার বার।আটককৃত সোনার বারের আনুমানিক মূল্য ৮৮ লাখ ৮২ হাজার ৩০ টাকা। আটককৃত সোনার বারসহ আসামীকে দর্শনা থানায় সোপর্দ করা হবে। বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর আলম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি