December 22, 2024, 10:16 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ব্রিটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাষ্কর্য যেখানে সেই কয়া মহাবিদ্যালয় মাঠে সোমবার দুপুরে প্রতিবাদ সভা করেছে কুমারখালী নাগরিক কমিটি। সেখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বক্তব্য রাখেন। যারা গ্রেফতার হয়েছে তাদের সূত্র ধরে এর পেছনে কারা আছে তাদের খুঁজে বের করার দাবি জানান বক্তারা। জড়িত যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় আনার দাবি তোলেন স্থানীয়রা। তারা আশা করেন রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার মূল অপরাধীদের নাম বেরিয়ে আসবে।
ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ব্যক্তিগত বা গোষ্ঠীগত সুবিধার জন্য যারা দলে অনুপ্রবেশকারীদের সহায়তা করবে, তাদের দল থেকে বিতরিত করা হবে। ধর্মের দোহায় দিয়ে মৌলবাদীরা রাজনৈতিক ফাঁয়দা লুটতে চায়। তারা দেশে অরাজকতা কায়েম করার জন্য বারবার ভাস্কর্য বা আবক্ষ ভাংচুর করছে। আমি সকল মৌলবাদী ও দুষ্কৃতকারীদের বলতে চাই যে, অসাম্প্রদায়িক বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন মৌলবাদি বা দুষ্কৃতকারীর ঠাঁয় হবে না। মৌলবাদী করতে হলে পাকিস্তানে চলে যান। অন্যথা আপনাদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply