January 15, 2025, 8:05 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় রেল লাইনের সাথে বেঁধে অজ্ঞাত এক যুবককে (২৫)হত্যা করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার বড় দুধপাতিলা অরক্ষিত রেলক্রসিংয়ের অদূরের ট্রেনে কেটে মৃত্যু হয় ওই যুবকের। তার শরীর থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে বাম পা। তাকে রেল লাইনের সাথে বেঁধে রেখে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বেলা সাড়ে ১১টায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী বড় দুধপাতিলা গ্রামের কৃষক ইকরামুল হক জানান, সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় রেল লাইনের পাশে অজ্ঞাত এক যুবককে পড়ে থাকতে দেখেন তিনি। তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন ছিল।পরে স্থানীয় আরও কয়েকজনকে খবর দিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জানান, ওই যুবকের শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন হওয়ায় অতিরিক্ত রক্তক্ষণে তার মৃত্যু হয়েছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ওই যুবকের বিচ্ছিন্ন হওয়া বাম পা পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা হয়েছে। ট্রেনে কাটার পর শেয়াল বা কুকুরে বিচ্ছিন্ন হওয়া পা পাশের একটি আম বাগানে নিয়ে যায়।বিচ্ছিন্ন হওয়া পায়ে কামড়ের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান,ওই রেল লাইনের সাথে একটি রক্তাক্ত তার বাঁধা ছিলো। বিচ্ছিন্ন পায়ের সাথে লেগেছিল তারের কিছু অংশ। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে রেল লাইনের সাথে বেঁধে রেখে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে পুলিশের পোড়াদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলওয়ে পুলিশ। তারা বিষয়টি তদন্ত করছে। তবে, কোন ট্রেনে ওই যুবক কাটা পড়েছে তা এখনও জানা যায়নি।
Leave a Reply