December 22, 2024, 3:05 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে কুষ্টিয়ার চারটি পৌরসভায় দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দল দু’টি কেন্দ্র থেকে তাদের মনোনয়ন নিশ্চিত করা হয়।
কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আনোয়ার আলী, মিরপুরে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র এনামুল হক মালিথা, ভেড়ামারায় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সামিমুল হক ছানা ও কুমারখালীতে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সামসুজ্জামান অরুণ।
অপরদিকে, বিএনপি থেকে কুষ্টিয়া পৌরসভায় মো. বশিরুল আলম চাঁদ, কুমারখালীতে আনিসুর রহমান, ভেড়ামারায় মো. শামিম রেজা ও মিরপুরে মো. আবজাল হোসেন ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন।
দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। ভোট ১৬ জানুয়ারি।
Leave a Reply