October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া কুমারখালীর সান্দিয়াড়া টিচার্স ক্লাব ও পাঠাগার পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও কুষ্টিয়া জেলা সমিতির অর্থ সচিব সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর ২০২০) সন্ধ্যায় সিরাজুল ইসলামের শুভাগমনে তাঁকে সান্দিয়াড়া টিচার্স ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সান্দিয়াড়া টিচার্স ক্লাব ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সমাজকর্মী এম এ মনিম তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, পাঠকক্ষ ও দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হামিদ সাহেব আলী। এছাড়াও পাঠাগারের বিভিন্ন পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
সান্দিয়াড়াতে এ ধরনের একটি সৃজনশীল সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠায় জনাব সিরাজুল ইসলাম অকুণ্ঠ প্রশংসা জানিয়ে উদ্যোগতাদের স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়, প্রসার ও প্রচারে সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করে বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠান অত্র এলাকার শিক্ষার্থী ও জনসাধারণের আলোকবর্তিকা রুপে আবির্ভূত হোক।
Leave a Reply