জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
লোকসান কমাতে লাভের আশায় কেরুজ চিনিকলের ২০২০-২১ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৫ টায় কেরুজ কেইন কেরিয়ার প্রাঙ্গনে ২০২০-২১ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। এবারের মৌসুমে কুষ্টিয়া জগতি চিনিকলের আখ মাড়াই করা হবে কেরুজ চিনিকলে। এ মৌসুমে ১ লাখ ৫৪ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৯ হাজার ৬২৫ মেট্রিকটন চিনি উৎপাদন করবে কেরুজ চিনিকল। কেরুজ চিনিকলের নিজস্ব ১ হাজার ৫শ ৫০ একর জমিতে ২৪ হাজার মেট্রিক টন আখ । কৃষকের ৬ হাজার ৯শ ৮২ একর জমিতে ৯৪ হাজার মেট্রিকটন আখ দন্ডায়মান রয়েছে। এছাড়া বন্ধ হওয়া কুষ্টিয়া চিনিকলের আওতাধীন কৃষকদের ৩৬ হাজার মেট্রিকটন আখ মাড়াই করা হবে কেরুজ চিনিকলে। ফলে এবারের মাড়াই দিবস নির্ধারণ করা হয়েছে ১০৪। চিনি আহরণের গড় হার নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ২৫ শতাংশ।
উদ্বোধনী উপলক্ষে কেরুজ কেইন কেরিয়ার প্রাঙ্গনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর,অতিরিক্ত পুলিশ সুপার ( হেড কোয়াটার) কনক কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, কেরুজ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, আখচাষি কল্যান সংস্থার সভাপতি আব্দুল হান্নানসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, করোনাকে মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষন নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন দেশের কিছু কাঠ মোল্লা নানান বাহানায় দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা শুরু করেছে। আপনারা ওই সমস্ত কাঠ মোল্লাদের থেকে সাবধান থাকবেন। প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে তিনি আরও বলেন, দেশের ১৫ টি চিনিকলের মধ্যে ইতোমধ্যেই ৬ টি চিনিকল হয়ে গেছে। যে ৯টি চালু আছে সেগুলো যেন বন্ধ করা না হয় সে বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ বলেন, কেরুজ চিনিকল এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে রয়েছে ব্যাপক পরিচিতি। সেই সাথে সামাজিক, শিক্ষা ও রাস্তা-ঘাট উন্নয়নেও রয়েছে এ মিলের অবদান। দীর্ঘ ৮৩ বছর এ অঞ্চলকে করে রেখেছে আলোকিত। দেশের চিনিশিল্প আজ ক্লান্তিকাল অতিক্রম করছে। এলাকার ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে বাঁচিয়ে রাখতে হবে কেরুজ চিনিকল। সেক্ষেত্রে বেশী বেশী আখ চাষ, শ্রমিক-কর্মচারীদের নিষ্ঠা, সততা, কর্মদক্ষতা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি লোকসান কমিয়ে লাভের আশায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে মিল ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্যদিয়ে চলতি মাড়াই মৌসুমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি