October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদর উপজেলার চকরাজাপুরে কোবাদ শেখ বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে খেলা শেষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর ড.মাহবুবুল আরফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক, দৈনিক কুষ্টিয়া ও কুষ্টিয়া টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান, কুষ্টিয়া জজ কোর্ট এর অতিরিক্ত পিপি এ্যাড. নিজাম উদ্দিন ও ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক ও বাংলাদেশ অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান।
সভাপতিত্ব করেন জগন্নাথপুর চকরাজাপুর কোবাদ শেখ কমিউনিটি লাইব্রেরির সভাপতি ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার নির্বাহী সম্পাদক এস.এম.শামীম রানা।
ফাইনাল খেলাই জামাই সবুজ -মিনারুল টিম চ্যাম্পিয়ন ও রাসেল-পারভেজ টিম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। সম্মানিত অতিথি বৃন্দ অংশগ্রহণ কারী ৮ দলের প্রত্যেক খেলোয়াড়দের ক্রেস্ট ও ফাইনালিস্ট দুই টিমকে ট্রফি তুলেদেন।
পুরস্কার বিতরণী শেষে রাতে জগন্নাথপুর স্কুল মোড়ে অবস্থিত কোবাদ শেখ কমিউনিটি লাইব্রেরি অফিসে প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি ও সদর উপজেলা বিআরবি সভাপতি সাইফুদ দৌলা তুরুন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ,সাবেক মজমপুর ইউনিয়ন এর মেম্বার সাদবারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ যুব সমাজের প্রতিনিধিরা।
Leave a Reply