দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোরে একটি ধানক্ষেত থেকে ২৬টি বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে বাঘারপাড়া উপজেলার বেতালপাড়ার একটি মাঠ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করে থানায় এনে নিষ্ক্রিয় করা হয়েছে।
পুলিশ জানায়, বেতালপাড়া এলাকার সুজো মিয়ার ছেলে মোসলেম উদ্দিনের বাড়ির সামনের জমিতে একটি প্যাকেট দেখতে পায় স্থানীয়রা। প্যাকেটের ভেতর কাঠের গুড়ি ও তার ভেতর বোমাসদৃশ বস্তু দেখা যাচ্ছে বলে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ওই প্যাকেটটি উদ্ধার করে। প্যাকেটের ভেতরে থাকা লাল-কালো টেপ মোড়ানো ২৬টি বোমা উদ্ধার করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি