December 22, 2024, 7:54 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া পৌরসভার কষ্টসাধ্য শহর সৌন্দর্য বর্ধিতকরণ প্রকল্পের কাজ যখন পুরোদমে চলছে। ঠিক তখন এই সৌন্দর্য হানি ঘটাতে তৎপর একদল মানুষ। ল্যাম্পপোস্টের গায়ে বিভিন্ন সংগঠন ব্যক্তি ব্যানার লাগাকে শুরু করে দিয়েছে। বাতি জ্বালানোর পরদিনই যদি এই অবস্থা হয় তাহলে ? নবই কি আইন দিয়ে দমন করবার বিষয় ? নাগরিক দায়বদ্ধতা বলে কিছু থাকবে না ?
Leave a Reply