December 21, 2024, 10:24 pm
দৈনিক কুস্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন বঙ্গবন্ধুর বাংলাদেশ কিভাবে চলবে সেই ফয়সালা ৭১-এ হয়ে গেছে। স্বাধীনতার মুল মন্ত্রগুলোর ভিত্তিতেই দেশ চলবে।
তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনার ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র উপহার দিয়েছিলেন। সেটাকে ধ্বংস করেছে জিয়াউর রহমান, তারপর এরশাদ। বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান নিষিদ্ধ ধর্মভিত্তিক দলের রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন। আওয়ামী লীগ কখনোই মৌলবাদীকে লালন করেনি।’
বুধবার (০৯ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া ইসলামীয়া করেঝে কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে সংবর্ধনা ও ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদ বলেন, ‘মৌলবাদী দলের উগ্র মোল্লাদের সাথে আলাপ আলোচনায় আওয়ামী লীগ বিশ্বাস করে না এবং তাদের সাথে আলাপ আলোচনার কোন যৌক্তিকতা নেই। কারণ এটা রাষ্ট্রের মীমাংসিত বিষয়, রাষ্ট্র চলবে সংবিধান অনুযায়ী।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন ব্যহত করা, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, আমাদের সার্বভৌমত্ব নষ্ট করা এবং সরকার উৎখাত করার জন্য যতরকমের অপতৎপরতা সবকিছুর পেছনে এই স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াতের ইন্ধন আছে।’
জেলা যুবলীগের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ।
ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় কুষ্টিয়া জেলা যুবলীগ এ সংবর্ধনার আয়োজন করে।
হানিফ আরও বলেন, মৌলবাদী দলের, উগ্র মোল্লাদের সাথে কোনো ধরনের আলাপ-আলোচনায় আওয়ামী লীগ বিশ্বাস করে না, এর কোনো যৌক্তিকতাও নেই।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এ সরকারের উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করার জন্য, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য, সরকারকে উৎখাত করার জন্য যতরকম ধর্মভিত্তিক তৎপরতা রয়েছে তার পেছনে স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সদর উদ্দিন খান। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আজগর আলী। কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশা এমপি। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম।শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।
Leave a Reply