December 22, 2024, 2:17 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনা বাড়তে শুরু করেছে কুষ্টিয়ায়। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত মিলেছে ২১ জন। তার আগের ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ১৩।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭ ডিসেম্বর ১৭৮ টি নমুনার (কুষ্টিয়া ১১৩, চুয়াডাঙ্গা ২১, ঝিনাইদহ ১৮ ও মেহেরপুর ২৬) পরীক্ষা হয়। কুষ্টিয়ায় পাওয়া যায় ২১ জন। এর মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৪ জন, কুমারখালী উপজেলায় ৬ জন ও ভেড়ামারা উপজেলার ১ জন।
অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলার ৬ জন, ঝিনাইদহ উপজেলার ১ জন ও মেহেরপুর উপজেলার ৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ১ জন রোগীর ফলোআপ রিপোর্ট পজিটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৪ জনের ঠিকানাঃ চৌড়হাস ৪ জন, জুগিয়া ১ জন, ফুলতলা ১ জন, সদর ২ জন, কেজিএইচ ৪ জন, আমলা পাড়া ১ জন ও চড় আমলা পাড়া ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানাঃ কয়া ১ জন, কুশলি বাসা ১ জন, এলোঙ্গি ২ জন, মির্জাপুর ১ জন ও কৃষ্ণপুর ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ চন্ডিপুর ১ জন।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৬৬৪ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৪৫৯ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮৫ জন।
Leave a Reply