December 22, 2024, 9:19 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঝিনাইদহে বিয়ের সম্ভাবনা না দেখে প্রেমিকের আত্মহত্যা, তিন দিন পর আত্মহত্যা করেছে প্রেমিকাও। ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি গ্রামে ঘটনাটি ঘটে।
জানা গেছে কসমেটিক্সের দোকানদার কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের মকবুল হোসেনের মেয়ে মিনা আক্তারের। গত মে মাস থেকে তাদের এ সম্পর্ক শুরু হয়। মিনার পরিবার বিষয়টি টের পেয়ে চাপ দিতে শুরু করে। গত ৩০ নভেম্বর রাতে দোকান বন্ধ করে মিনার সঙ্গে দেখা করতে যায় সুমন। এক পর্যায়ে উভয়ের মাঝে মান-অভিমান হয়। এ সময় গুড বাই বলে মিনার ওড়না নিয়ে চলে যায় সুমন। সেখান থেকে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মিনা বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন নিয়ে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সুমন মারা যাওয়ার পর বিষয়টি মেনে নিতে পারেনি মিনা।
অবশেষে বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে সেও আত্মহত্যা করে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, পুলিশের পক্ষ থেকে মিনার পরিবারকে বলা হয়েছিল তাকে দেখাশোনা করার জন্য। সুমনের লাশের ময়না তদন্ত করা হয়েছে। মিনার লাশও ময়না তদন্ত করা হবে।
Leave a Reply