October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
৫ ডিসেম্বর (শনিবার) থেকে করোনা ভাইরাস শনাক্ত করণে দেশের ১০ জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে। জেলাগুলো হলো: পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর ও সিলেট। এর মধ্যে সিলেটে শহীদ শামসুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকি নয় জেলার জেলা সদর হাসপাতালে এ টেস্ট করা হবে।
এজন্য প্রতিটি জেলায় ১০ জন চিকিৎসক, ১০ জন মেডিক্যাল টেকনোলোজিস্ট ও ১০ জন পরিসংখ্যানবিদকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ পদ্ধতিতে মাত্র ২০ মিনিটের মধ্যে করোনা শনাক্ত করা যাবে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর সরকার অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষায় অনুমোদন দেয়।
Leave a Reply