প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ৮:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২০, ১০:০৫ পি.এম
খোকসায় মেয়র ও কাউন্সিলর পদে লড়বেন যারা
হুমায়ুন কবির, খোকসা/
আগামী ২৮ ডিসেম্বর জেলার খোকসা পৌরসভায় ভোট। মঙ্গলবার ছিল মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন। মেয়রপদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম তারিক ও বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়া খোকসা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু।
এছাড়া নয়টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিল পদে মনোনয়ন ফরম জমা দিয়েছে ১ নম্বর ওয়ার্ডে- মোঃ হযরত আলী, মোঃ বসির আহম্মেদ, মোঃ মনিরুজ্জামান, মোঃ নজরুল ইসলাম, মোঃ আফজাল হোসেন। ২ নম্বর ওয়ার্ডে- তাজবির আহম্মেদ, মহব্বত হোসেন ফকর, মোঃ আক্কাস শেখ। ৩ নম্বর ওয়ার্ডে- মোঃ আল আমিন বকুল, মোঃ আনোয়ার হোসেন বাবলু, মোঃ আব্দুল হামিদ, মোঃ শরিফুল ইসলাম ৪নং ওয়ার্ডে- মোঃ আবুল হাসান, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আব্দুল হাকিম ৫নং ওয়ার্ডে- মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সেলিম হুসাইন, মোঃ আলমগীর হোসেন ৬নং ওয়ার্ডে- মোঃ নীল মোহাম্মাদ, মোঃ শামীনুর রহমান মন্টু, মোঃ ইমরান হোসেন, মোঃ আখের আলী, মোঃ আসাদুজ্জামান নবাব ৭নং ওয়ার্ডে- মোঃ আরিফ ইসলাম, মোঃ হাসেম আলী, মোঃ টুটুল হোসেন, মোঃ বিল্লাল হোসেন ৮নং ওয়ার্ডে- মোঃ সোহেল রানা, আব্দুর রাজ্জাক বিশ্বাস, মোঃ মনির হোসেন, মোঃ ইউনুস আলী ৯নং ওয়ার্ডে- মোঃ মোতাহার হোসেন মোল্লা, মুন্সী আবু তৈমুজ, মোঃ সবুজ হোসেন, মোঃ মেহেদী হাসান বিশ্বাস, মোঃ আশরাফুল আলম, মোঃ এরশাদ আলী
এছাড়াও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, ১, ২, ৩নং ওয়ার্ড: ঝর্ণা খাতুন, ফরিদা পারভীন, ৪, ৫, ৬নং ওয়ার্ড: আয়শা খাতুন, সেলিনা আক্তার, কাজলী খাতুন, ফিরোজা খাতুন ৭, ৮, ৯নং ওয়ার্ড: মোছাঃ জামেনা খাতুন, মোছাঃ রাশিদা খাতুন, মোছাঃ ডালিয়া খাতুন, নজনীন আক্তার ও রেবেকা খাতুন।
এদিকে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২০ মার্চে প্রতিষ্ঠিত খোকসা পৌরসভা ৯ টি ওয়ার্ডে ১৪ হাজার ৯ শত ২৩ জন ভোটারে মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪ শত ৩৭ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৪ শত ৮৬ জন। আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে ৯ টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৪৯ টি ভোট কক্ষে ইভিএম এর মধ্যমে ভোট গ্রহণ করা হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি