প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২০, ৬:২৭ পি.এম
কুমারখালীতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ আহত-৪
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীত উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাঞ্চপুর গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। কাঞ্চপুর গ্রামে ব্রিজ এলাকায় ১লা ডিসেম্বর সকাল ৯ টার দিকে এ সংর্ঘর্ষ হয়।
আহতরা হলেন- ইউনিয়ন কৃষকলীগের সদস্য এবং ওই এলাকার মৃত আব্দুল কাদের বিশ্বাসের ছেলে আব্দুল আজিজ (৫২) ও আব্দুল সজিব (৪৮), মৃত চাঁদ আলীর ছেলে রেজাউল (৫৫) এবং মান্নান বিশ্বাসের ছেলে নিশান (১৪)।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম সমর্থিত আব্দুল আজিজ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান তুষার সমর্থিত সাইদ এর মধ্যে এই সংঘর্ষ সংঘটিত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি ( তদন্ত) রাকিব হাসান মুঠোফোনে বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্ভাব্য করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি