দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় ৫ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৫৮৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৪০৫ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮৪ জন।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ নভেম্বর ১৯৮ টি নমুনার (কুষ্টিয়া ১২৬, চুয়াডাঙ্গা ১৯, ঝিনাইদহ ৩৮ ও মেহেরপুর ১৫) পরীক্ষা হয়। এর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১ জন, ভেড়ামারা উপজেলার ২ জন, মিরপুর উপজেলায় ১ জন ও কুমারখালী উপজেলার ১ জন।
অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলার ৩ জন, ঝিনাইদহ উপজেলার ৭ জন ও মেহেরপুর জেলার ২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সদরের কালিশংকরপুর ১ জন।
ভেড়ামারার বামনপাড়া ১ জন ও বারমাইল৷ ১ জন। কুমারখালীর কুমারখালী থানা ১ জন। মিরপুরের খন্দকবাড়িয়া ১ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি