হুমায়ুন কবির, খোকসা/
আল মাসুম মোর্শেদ শান্ত মনোনিত হলেন কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি। তিনি খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে খোকসা উপজেলা এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবার মনোনয়নের জন্য শুধুমাত্র বর্তমান মেয়র তারিকুল ইসলামের নাম পাঠিানো হয়। কিন্তু সেই প্রস্তাব না মেনে মনোনয়ন কমিটি আল মাসুম মোর্শেদ শান্তকে মনোনয়ন দিয়েছেন। এ ব্যাপারে কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন, স্থানীয় আওয়ামী লীগ একপেশে সিদ্ধান্ত নিয়ে পৌর মেয়র পদে মনোনয়নের জন্য একজনের নাম পাঠিয়েছিল। তাদের এই স্বেচ্ছাচারিতা বুঝতে পেরে কেন্দ্র থেকে সঠিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আল মাসুম মোর্শেদ শান্তকে মনোনয়ন দেওয়ায় জনগনের দাবির জয় হয়েছে। জয় হয়েছে আওয়ামী লীগের। উল্লেখ্য জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সঙ্গে বর্তমান মেয়র তারিকের আত্মীয়তার সম্পর্ক।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড খোকসা পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে শান্ত’র নাম ঘোষণা করেন। এ খবর খোকসায় পৌছালে অনুসারী নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। খোকসা বাসষ্ট্যান্ডে এক পথ সভায় আল মাসুম মোর্শেদ শান্ত ভবিষ্যতেও সাধারন জনগনের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নেতা কর্মীদের শান্ত থাকার আহবান জানান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার বলেন, ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা করতে হবে।
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আল মাসুম মোর্শেদ শান্ত খোকসা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মজিদের কনিষ্ঠ পুত্র। ছাত্রলীগে যোগ দেয়ার মাধ্যমে শান্ত’র রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৯৩ সালে। ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় থেকেই তিনি তার অনুসারীদের নিয়ে সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন আল মাসুম মোর্শেদ। সে নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খানের কাছে পরাজিত হলেও সাধারণ মানুষের পাশেই ছিলেন শান্ত। ২০১৯ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলেনে তিনি যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হন। করোনাভাইরাস মহামারীর পর থেকে কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাবার বিতরন করে আসছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি