December 22, 2024, 10:20 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অফিসার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ কমিটি অনুমোদন ও ঘোষণা দেন বাংলাদেশ আন্ত:বিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব ও কুষ্টিয়া ইসলামী বিশ^দ্যিালয়ের কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক মীর মোর্শেদুর রহমান।
এর আগে কর্মকর্তাদের উপস্থিতিতে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অফিসারদের কোন সমিতি ছিল না।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ত:বিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব ও কুষ্টিয়া ইসলামী বিশ^দ্যিালয়ের কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক মীর মোর্শেদুর রহমান।
সভা শেষে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা দেয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এর ছোট বোন ডাক্তার আইরিন সুলতানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এর অফিসার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ এম শাহাদাত হোসাইন জুয়েল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন(বাআবিঅফ)’র সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, বাআবিঅফ’র সহ-সভাপতি ও সভাপতি, অফিসার সমিতি, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মফিজুল ইসলাম (মজনু), বাআবিঅফ’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (হিরা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আরিফ।
Leave a Reply