December 22, 2024, 9:37 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে টিনশেড ৯টি দোকান ভস্মিভূত হওয়ার খবর পাওয়া গেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বুধবার দুপরে উপজেলার জিলাপীতলা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, আগুনের ধোঁয়া দেখে আশেপাশের দোকানী ও মানুষেরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করে ব্যর্থ হলে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত এসে প্রায় আধাঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। ততক্ষণে প্রায় নয়টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয় দোকানীদের।
এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস দলের লিডার লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ৭ মিনিটে ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘণ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
Leave a Reply