প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২০, ৮:৪৪ পি.এম
৪৮ ঘণ্টার মধ্যে কুমারখালিতে সড়কের দুইপাশ খালি করার নির্দেশ
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
৪৮ ঘণ্টার মধ্যে সড়কের দুইপাশ খালি করার নির্দেশ দিয়েছেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।দুর্ঘটনাসহ নানান প্রতিকুলতা এড়াতে কুষ্টিয়া টু রাজবাড়ী সড়কের কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুইপাশে রাখা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের জিনিসপত্র, হার্ডওয়ারের যন্ত্রাংশ, মোটর গ্যারেজের যন্ত্রপাতি, খড়ের গাঁদা, টিনের বাক্স, কাঠের গাঁদি, নির্ধারিত স্থানের বাইরে রাখা অটোভ্যান, রিক্সা, সিএনজি, বাস, ট্রাকসহ নানান সামগ্রী দুই দিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
মঙ্গলবার (২৪ মঙ্গলবার) বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা অভিযানে এ নির্দেশ দেন তিনি। ইউএনও রাজীবুল ইসলাম খান বলেন, মহাসড়কের জায়গা কারো বেদখলে থাকবেনা। দুর্ঘটনা প্রতিরোধে সড়কের দুইপাশের নির্ধারিত জায়গা খালি রাখতে হবে।আগামী দুইদিনের মধ্যে সকল সামগ্রী নিজনিজ দায়িত্ববে সরাতে হবে। নয়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি