হুমায়ুন কবির, খোকসা/
পেঁয়াজ আবাদে কৃষকরা এবার ঝুঁকে পড়েছে সারা দেশে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় মুলাকাতে কৃষকরা বিরামহীন দিন পার করছে। এ উপজেলায় ২ হাজার ৭০৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরইমধ্যে প্রায় ১’শ হেক্টর জমিতে মুড়ি কাটিং পেঁয়াজ আবাদ করা হয়েছে। পেঁয়াজের দানা বীজ জমিতে দেওয়া হয়েছে প্রায় ১৫৩ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এবারও লক্ষ্যমাত্রার থেকে বেশি পেয়াজের আবার হবে এই উপজেলায়।
উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২৮ টি ব্লকের মধ্যে বেশিরভাগ পেঁয়াজ আবাদ হয় বেতবাড়িয়া, জানিপুর ও ওসমান পুর ইউনিয়ন পরিষদের ব্লকের জমিতে। তবে অন্যান্যে ব্লকের জমিতে পেঁয়াজের আবাদ হলেও তুলনামুলক খুবই কম। উপজেলায় কিং মেটাল ও তাহেরপুরী এ তিন প্রকার পেয়াজের আবাদ বেশি পরিমাণে হচ্ছে। তবে স্থানীয় কৃষক লাল কিং পেয়াজই বেশি আবাদ করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, সরকারি প্রণোদনা সুযোগ-সুবিধা ও যশোর উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদেরকে জন্য সকল সুযোগ-সুবিধা সরবরাহ করছি। অতিরিক্ত পেয়াজ আবাদ হবে বলে আশা করছি।
Leave a Reply