December 22, 2024, 10:22 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ইবি/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন নানা প্রতিবন্ধকতা সত্বেও শিক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় অবদান রেখে চলেছে। আগামী দিনগুলোতে এটা আরো বৃদ্ধি করতে হবে। তিনি বলেন তবে এসব প্রতিকন্ধকতার বেশীরভাগই সৃষ্ট; কৃত্রিম। এগুলো থেকে বেড়িয়ে আসতে হবে। বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিতে হবে জ্ঞান ভিত্তিক উপস্থাপনার মধ্য দিয়ে। অট্রালিকা, চাকচিক্য বিশ^বিদ্যালয়কে খুব বেশী উচ্চতায় তুলে নিতে পারে না।
৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রবিবার (২২ নভেম্বর) প্রশাসন ভবনের সভাকক্ষে সীমিত পরিসরে কেক কেটে উদযাপনের সময় তার বক্তৃতায় এটা বলেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অগ্রগতি ও শ্রীবৃদ্ধিতে যারা অবদান রেখেছেন তিনি তাঁদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। সকলের সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছ জানান।
এর আগে সকাল সাড়ে দশটায় দিবসটি উপলক্ষে প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। পায়রা ও বেলুন উড়িয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। এরপর প্রশাসন ভবনের পূর্ব পাশে দুটি গাছের চারা রোপণ করে তিনি ৪২তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ৪২টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানসমূহে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হলপ্রভোস্ট, অফিসপ্রধান এবং বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে অনলাইন আলোচনাসভা (ওয়েবিনার)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম-এর সভাপতিত্বে ওয়েবিনার-এ বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এবং অতিথি হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ অংশ নিবেন।
Leave a Reply