দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি আদেশ অমান্য করে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার না করায় ১০ জনকে ৩ হাজার ৪০০ টাকা এবং রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাস, ট্রাক ও মটর সাইকেল চালানোয় ৩ জনকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমারখালী পৌরসভার বাটিকামারা ও তরুন মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
এবিষয়ে রাজীবুল ইসলাম খান বলেন, সরকারি আদেশ অমান্য করে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার না করায় ১০ জনকে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা এবং রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাস, ট্রাক ও মটর সাইকেল চালানোয় ৩ জন চালককে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply