কুষ্টিয়ায় এক কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে মারপিটের ঘটনায় আটক চার কিশোরকে অভিভাবকদের জিম্মায় জামিন দিয়েছেন আদালত। কিশোর দলটি ওই কিশোরকে মারপিট করার ভিডিও সোশ্যাল-মিডিয়ায় ছড়িয়ে দেয়।
মারপিটের শিকার কিশোরের বাবার করা মামলায় শুক্রবার রাতে অভিযুক্ত ৪ কিশোরকে গ্রেফতার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, শহরের বিভিন্ন স্থান থেকে ৪ কিশোরকে গ্রেফতার করা হয়। তার আগে মারপিটের শিকার কিশোরের বাবার করা অভিযোগ মামলা হিসাবে গ্রহণ করে পুলিশ। মামলা নং ৪৭ তারিখ ২০/১১/২০২০। অভিযোগকারী কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসিন্দা। তিনি রেলওয়েতে লোকোমাস্টার পদে কর্মরত আছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৮ নভেম্বর বিকেলে তার ছেলেকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে মারপিটকারীদের একজন ডেকে নিয়ে যায় শহরের চাঁদাগাড়া মাঠে। সেখানে আরো ৪/৫ জন মিলে কিল, ঘুষি ও লাথি মারে। মারধরের এই দৃশ্য ধারণ করে দেড় মিনিটের ভিডিও তারা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ভাইরাল হয় ভিডিওটি।
এ ঘটনায় মারপিটকারী এবং মারপিটের শিকার সকলেই কুষ্টিয়ার বিভিন্ন স্কুলের অস্টম শ্রেণির ছাত্র। বয়স ১৪ বছর। এদের বাসা কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায়। শনিবার তাদের আদালতে তোলা হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অনুপ কুমার গোস্বামী অভিভাবকদের জিম্মায় জামিন জামিন প্রদান করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি