দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও সাইটেক স্ট্র্যাটেজিজ কর্পোরেশন এবং নেদারল্যান্ডসের প্রকাশনা সংস্থা এল্সেভিয়ার-এর তিনজন গবেষক প্রণীত বিশ্বসেরা বিজ্ঞানীদের একটি তালিকা গত ১৬ অক্টোবর ২০২০ তারিখে PLOS Biology জার্নালে প্রকাশিত হয়েছে। এই তালিকায় গবেষণা প্রকাশনার উদ্ধৃতি (Citation) সংখ্যার ভিত্তিতে প্রায় ১ লক্ষ ৬০ হাজার (সেরা ২%) বিজ্ঞানী স্থান লাভ করেছেন। সংশ্লিষ্ট গবেষণায় বিজ্ঞানের ২২টি শাখার ১৭৬টি উপশাখায় এই বিজ্ঞানীদের বিভক্ত করা হয়েছে। ধাতববিদ্যা ও খনিবিদ্যা উপশাখার ২৭,৫৬৮ জন বিজ্ঞানীর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সম্প্রতি অবসরপ্রাপ্ত প্রফেসর ড. রঞ্জিত কুমার বিশ্বাস ২৮৪তম স্থান অধিকার করেছেন।
এই কৃতি বিজ্ঞানীর বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার সোমসপুর ইউনিয়নের ধুষুণ্ডি গ্রামে। তার বাবার নাম অমূল্য কুমার বিশ্বাস।
প্রফেসর রঞ্জিত কুমার বিশ্বাসের এই অর্জনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের এবং তা অন্য গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
প্রফেসর রঞ্জিত কুমার বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্মান ও ফলিত রসায়নে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন এবং ১৯৮০ সালে ধাতববিদ্যা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। একই বছরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ১৯৯৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। এরপর তিনি ২০১৯ সালে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত আছেন। দেশ-বিদেশের পিয়ার-রিভিউড জার্নালে তাঁর শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি ১১টি পিএইচডি ও ৩৪টি মাস্টার্স পর্যায়ের গবেষণা তত্ত্বাবধান এবং ৩টি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন।
প্রফেসর বিশ্বাস বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের আজীবন সদস্য। তিনি ২০১০ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পুরস্কার অর্জন করেন।
তিনি ইউনেস্কো ফেলোশিপ নিয়ে জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিতে; কমনওয়েলথ ফেলোশিপ নিয়ে যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়, থার্ড ওয়ার্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS) ফেলোশিপ নিয়ে ইতালির পেরুজা বিশ্ববিদ্যালয় ও TWAS-CSIR ফেলোশিপ নিয়ে ভারতের জমসেদপুরে জাতীয় ধাতববিদ্যা গবেষণাগারে পোস্ট-ডক্টরাল
গবেষণা সম্পন্ন করেন।
Leave a Reply