January 3, 2025, 5:31 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সদস্যপদে ৬জন প্রার্থীর মধ্যে ৫জন বিজয়ী হয়েছেন। আর সম্পাদকীয় পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন ৫ জন।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমী কার্যালয়ে ভোট গ্রহণ হয়। সামাজিক দূরত্ব মেনে, হাত ধুয়ে এবং মাস্ক পরে ভোট প্রদান করেন ভোটাররা। বেসরকারি ফলাফলে সদস্য পদে অধ্যাপক নাসির উদ্দিন সাইকেল প্রতীকে ৩৭৬ ভোট, জাফর আহমদ একতারা প্রতীকে ৩৭১, জামাল উদ্দীন খান পাখা প্রতীকে ৩৫৭, রহিম দোয়াত কলম প্রতীকে ৩৩৭ এবং আম প্রতীকে আলম আরা জুঁই ২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একমাত্র পরাজিত প্রার্থী সালাউদ্দিন আহম্মদ মই প্রতীকে ভোট পেয়েছেন ১৭৭। আরো একজন প্রার্থী ছিলেন সদস্য পদে। কিন্তু এম এ কাশেম নামের ওই প্রার্থী গত ১৭ নভেম্বর মারা গেছেন। নির্বাচনের রিটার্নিং কমকর্তা কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃনাল কান্তি দে বাকী ছয় জনের মধ্যে ভোট হবে বলে ঘোষণা দিয়েছিলেন। ২০২১-২৩ তিন বছর মেয়াদী এ কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে আমিরুল ইসলাম, দু’জন সহ-সভাপতি আশরাফ উদ্দিন নজু ও আবদুর রশীদ চৌধুরী, দু’জন যুগ্ম সম্পাদক শহিদুর রহমান রবি ও সরকার রফিকুল ইসলাম শাহীন।
পদাধিকারবলে জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।
Leave a Reply