December 22, 2024, 4:29 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরে পদ্মা নদীর মাঝ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমাণ আদালত ১০ জনকে ১মাস করে কারাদণ্ড প্রদান করেছেন। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী ১৭ নভেম্বর দুপুর ১টার দিকে এ আদালত পরিচালনা করেন। তিনি জানান, অভিযানের সময় মিরপুর উপজেলার রানাখড়িয়া এলাকার ১০ জনকে অবৈধভাবে অপরিকল্পিত উপায়ে বালু উত্তোলন করতে দেখেন। তাদের ১ মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। অভিযানে পুলিশ অংশ নেন।
গত কয়েকবছর ধরে কুষ্টিয়ার কোন বালুমহালের ইজারা বন্ধ রয়েছে। এরপরও পদ্মা এবং গড়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।
Leave a Reply