October 30, 2024, 8:04 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের ভেড়ামারায় জিকে প্রকল্পের পাওয়ার হাউজের সামনে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল জানান ১৭ নভেম্বর সন্ধায় প্রথমে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি অপর যানবাহন লড়ির সঙ্গে গিয়ে ধাক্কা খায়। মোটরসাইকেলের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অপর একজনকে হাসপাতালে নেয়ার পরই মারা যায়। নিহতরা হলেন, পারভেজ মোশারফ (২৩), পিতা মিন্টু মিয়া এবং রিংকু হোসেন (২৫), পিতা জিল্লুর রহমান। এদের বাড়ি দৌলতপুর উপজেলার ক্রোকনগরে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সকাল ১১টার দিকে তারা বাড়ি থেকে পাবনার রূপপুরে যায় বলে পুলিশ জানিয়েছে। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
Leave a Reply